বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ সেদেশের আইনসভা চত্বরে নিষিদ্ধ আওয়ামী লীগের হাজার খানেক কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দলের নেত্রী শেখ হাসিনার সমর্থনে স্লোগান তোলেন। গত শুক্রবার তেজগাঁওতে এই দলের বেশ কয়েক হাজার কর্মী মিছিলে অংশ নেয়। এর এক সপ্তাহ আগে ঢাকার গুলিস্তানে বায়তুল মুকাররম মসজিদের কাছে কয়েকশো আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ দেখিয়েছিলেন।
উল্লেখ্য, গতবছর ৫ই আগস্ট এক গণ অভ্যুথানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশত্যাগ করেন। সেদেশের অন্তর্বর্তী সরকার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তাদের বরিষ্ঠ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা সত্বেও তাদের কর্মীরা ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্নভাবে বিক্ষোভমিছিলের আয়োজন করছে।