বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দীন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। চলতি বছর ডিসেম্বরের গোড়ার দিকে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে। রংপুরে এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি স্তরে নির্বাচনী আধিরিকদের সঙ্গে কমিশন সমন্বয় বজায় রেখে চলেছে। নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের আস্থা হারানোর কথা স্বীকার করে নিয়ে ভোটদানের হার বৃদ্ধিকে তিনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন।
এর আগে গত চৌঠা আগস্ট কমিশন এক প্রেস বিবৃতিতে ১০ ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। প্রয়োজনীয় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ শে আগস্ট প্রকাশ করা হবে।