July 10, 2025 5:41 PM

printer

বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট দফতরগুলিকে ডিসেম্বরের মধ্যে সংসদীয় নির্বাচনের জন্য যাবতীয় কাজ সেরে রাখার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট দফতরগুলিকে ডিসেম্বরের মধ্যে সংসদীয় নির্বাচনের জন্য যাবতীয় কাজ সেরে রাখার নির্দেশ দিয়েছেন। ঢাকায় কেন্দ্রীয় অতিথি নিবাস “যমুনা”য় গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টো জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য সরকারি দফতরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভোটের আগে, ভোট চলাকালীন এবং পরে – আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাত দিনের জন্য আইন প্রয়োগকারী সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হয়েছে। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) জানিয়েছে, নির্বাচনের আগে প্রায় ৮ লাখ আইন প্রয়োগকারী সদস্য নিযুক্ত হবেন এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সারা দেশের প্রায় ১৬,০০০ সংবেদনশীল  ভোট কেন্দ্রকে সিসিটিভির  নজরদারি আওতায় আনার প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। উপদেষ্টার প্রেস সচিব  শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে প্রায় ৪৭ হাজার  ভোটকেন্দ্র থাকবে এবং তাদের মধ্যে প্রায় ১৬,০০০ ভোট কেন্দ্রকে উত্তেজনাপ্রবন ভোট কেন্দ্র রুপে চিহ্নিত করা হয়েছে।  এই ভোটকেন্দ্রগুলিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।   যার মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলিতে পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপন এবং হিংসা প্রতিরোধ করতে এবং ভোটের পর আইন-শৃঙ্খলার অবনতি আটকাতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের পাঁচ দিনের পরিবর্তে সাত দিনের জন্য মোতায়েন করা হবে।  নির্বাচনের আগে ডেপুটি কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দের রদবদল করা হবে বলে তিনি জানান।

এর আগে জুনে, লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠকের পর ইউনূস ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।