মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 5, 2025 6:54 PM

printer

বাংলাদেশের বস্ত্র রপ্তানি টানা তিন মাস হ্রাস পেল। গত বছরের অস্থির সময়ের থেকেও এই পতন অনেকটাই নিচে।

বাংলাদেশের বস্ত্র রপ্তানি টানা তিন মাস হ্রাস পেল। গত বছরের অস্থির সময়ের থেকেও এই পতন অনেকটাই নিচে। জুলাইতে রপ্তানির পরিমাণ কিছুটা বাড়ার পর থেকেই গত তিন মাস ধরে তা ক্রমশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, অগাস্টে রপ্তানি হ্রাস পেয়েছে ৪ দশমিক ৭/৫ শতাংশ, সেপ্টেম্বরে ৫দশমিক  ৬/৬ এবং অক্টোবরে তা ৮দশমিক ৩/৯ শতাংশ নেমে যায়। বেশিরভাগ রপ্তানিকারক জানিয়েছেন বিশ্বব্যাপী ক্রেতারা শুল্ক বৃদ্ধির কারণে নতুন অর্ডার দিচ্ছেন না। তাদের আশা আগামী দু তিন মাস এই মন্থর গতি চলার পর নতুন শুল্ক কাঠামোয় আন্তর্জাতিক বিক্রেতারা অভ্যস্ত হয়ে গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

           এদিকে, ভারতীয় প্রস্তুতকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছাড়া অন্য বাজারে রপ্তানির পরিমাণ বাড়িয়েছে, এর ফলে বাংলাদেশী রপ্তানিকারকদের সঙ্গে প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানি কারক সংগঠনের ডিরেক্টর কাজী মিজানুর রহমান বলেছেন আমেরিকা এই ক্ষেত্রে অনেকটাই শুল্ক বাড়ানোয় ,ভারত এবং চীন ইউরোপের বাজার গুলিকেই লক্ষ্য করেছে এবং অনেকটাই কম দামে তারা সেই বাজারে বস্ত্রের যোগান দিচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।