December 30, 2025 7:04 PM

printer

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বি এন পি প্রধান খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বি এন পি প্রধান খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। আগামীকাল, তাঁর শেষ কৃত্যানুষ্ঠানে একদিনের ছুটি দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার অন্তিম ক্রিয়ানুষ্ঠান ও শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আগামীকাল ঢাকার জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নমাজ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে, তার স্বামী, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।

এর আগে, উপদেষ্টা পরিষদ একটি শোক প্রস্তাব গ্রহণ করে এবং সদস্যরা তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন শোক প্রকাশ করেছেন এবং খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।