December 30, 2025 10:01 AM

printer

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া প্রয়াত হয়েছেন।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি’র তরফে জানানো হয়েছে, আজ ভোরে ঢাকার এক হাসপাতালে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’বার বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি।
দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। এছাড়াও কিডনি, চোখেও সমস্যা ছিল তাঁর। ছিল ডায়াবেটিসও। গত ৩৬ দিন ধরে ঢাকার এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সম্প্রতি দেশে ফিরে গত রবিবার খালেদাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তাঁর বড় ছেলে তারিক রহমান।