বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ঢাকার একটি আদালতে গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলায় নির্বাচনকে প্রহসন বলে স্বীকার করেছেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মহম্মদ জিয়াদুর রহমান দুই দফায় আট দিনের রিমান্ড শেষে আদালতে এই জবানবন্দি রেকর্ড করেন।
প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এই মামলায় ‘স্বেচ্ছায়’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানা গেছে।,
উল্লেখ্য, ২২ শে জুন বি এন পি শের-ই বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। যেখানে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার সাথে জড়িত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়।