বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বি এন পি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। সে-সময় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন।
তাঁর শেষকৃত্যে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সে-দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সরকারের সদস্যবৃন্দ, বিএনপি নেতা, অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ বেলা এগারোটা পঞ্চাশে সংসদ ভবনে আনা হয় এবং দুপুর পৌনে তিনটে নাগাদ দক্ষিণ প্লাজার একটি অস্থায়ী মঞ্চে রাখা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের পক্ষ থেকে তাঁর একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাঁর বড় ছেলে তারেক রহমান জানাজার নামাজের আগে সমবেত জনতার কাছে তাঁর মায়ের জন্য প্রার্থনা করেন।
নমাজ শেষে খালেদা জিয়াকে রাজধানীর শের-ই-বাংলায় তাঁর স্বামী, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।