বাংলাদেশের নরসিংডি শহরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের আক্রমণে ৪০ বছর বয়স্ক হিন্দু জন গোষ্ঠীর এক ব্যক্তি নিহত হয়েছেন। মণি চক্রবর্তী নামে এই মুদি খানার দোকানদার খুন হওয়ায় সারা দেশজুড়ে ক্রোধ ও আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি কয়েক সপ্তাহে হিন্দু জনগোষ্ঠীর বেশ কয়েকজন নিহত হোয়ার পর এই নিয়ে চতুর্থ হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গত রাত্রি ১১টা নাগাদ পলাশ উপজেলার চার সিঁদুর বাজারে মণি চক্রবর্তীকে খুন করা হয়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।
এর আগে, গতকাল অন্য আরেক হিন্দু ব্যবসায়ী ও সাংবাদিক রানাকান্তি বৈরাগীকে যশোরের কোপালিয়া বাজারে গুলি করে হত্যা করা হয়। সে দেশের মানবাধিকার সংগঠন এবং সংখ্যালঘু গোষ্ঠীর নেতৃবৃন্দ এই ধরনের হত্যাকাণ্ডের নিন্দা করেছে।