January 7, 2026 6:27 PM

printer

বাংলাদেশের নওগাঁওয়ে স্থানীয়দের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে জলে ডুবে মিঠুন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের নওগাঁওয়ে স্থানীয়দের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে জলে ডুবে মিঠুন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের ২৫ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে একদল যুবক চকগৌরী বাজার থেকে তাঁকে ধাওয়া করে। পালানোর সময় একটি খালে ঝাঁপ দেন মিঠুন। পরে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। এ ঘটনায় এলাকায়  উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী বাজার এলাকায়।
ময়নাতদন্তের জন্য দেহটি জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবক  কোনো চুরির সাথে জড়িত ছিল কিনা, তা এখনও জানা যায়নি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।