বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (DUCSU) নির্বাচনে জামাতে-ই-ইসলামির ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির জয়লাভ করেছে।
ইসলামি ছাত্র শিবির-সমর্থিত যে প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন তারা হলেন – সহ-সভাপতি পদে আবু শাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ এবং সহকারী সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান।
তবে, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (BNP)র ছাত্র সংগঠন ‘ছাত্রদল’ এবং স্বাধীন প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এই ফলাফল প্রত্যাখ্যান করেছে।
এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠনগুলির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেখানে এই ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামপন্থী ছাত্র রাজনীতির প্রভাব নিয়ে নানামহলে বিতর্ক তৈরী করেছে।