বাংলাদেশের ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সকালে মাঝারি ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫. ৭ । ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী জেলার মাধবদী অঞ্চল। কম্পনের প্রভাবে বহুতল বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে , এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং কলকাতা ও পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয় । এরপরই বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই।