বাংলাদেশের ঢাকায় ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ন’টি উড়ান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে।
বিমান চলাচল বিশেষজ্ঞরা বলেছেন, শীতকালে এ ধরনের বিঘ্ন প্রায়ই ঘটে, কারণ ঢাকা বিমানবন্দরে ক্যাটাগরি ২ ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) নেই। বর্তমানে ক্যাটাগরি ১ আইএলএস দিয়ে পরিচালিত হওয়ায়, বিমানবন্দরে অবতরণের জন্য ন্যূনতম ৮০০ মিটার দৃশ্যমানতা প্রয়োজন হয়।
পাইলট এবং নিরাপত্তা আধিকারিকদের উল্লেখ করেছেন যে, ক্যাটাগরি ২-তে, অথবা আদর্শগতভাবে ক্যাটাগরি ৩-তে উন্নীত করা হলে কুয়াশার কারণে বিমাণ ঘুরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।