বাংলাদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব চায়না, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি- BNP । দলের মহাসচিব মির্জা ফকরুল গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ এই পদ্ধতির বিষয়ে সচেতন নয়। তাঁর অভিমত, বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এই পদ্ধতিতে মানুষের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
২০২৪-এর আগস্ট মাসে গণ আন্দোলন পরবর্তী পর্যায়ে, সেদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাত-এ-ইসলামি সহ বেশ কয়েকটি দল সেদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব-এর দাবি তোলে। জামাত-এ-ইসলামি, সেদেশের আইনসভার উচ্চ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের দাবীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর জামাত-এর নায়েব-ই-আমির আব্দুল্লা মহম্মদ তাহের সাংবাদিকদের জানান, আইনসভার উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবির বিষয়ে কমিশন একমত হয়েছে।