December 26, 2025 10:02 AM

printer

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। ৭৮ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী আরও বলেন যে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মত ভয়াবহ নজির স্থাপন করেছে। গত সপ্তাহে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। গতকাল বড়দিন উপলক্ষে দেওয়া এক বার্তায় হাসিনা ইউনূস সরকারের বিরুদ্ধে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ আনেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বাংলাদেশের জনগণ এই অন্ধকার সময়কে আর বেশিদিন চলতে দেবে না বলে তিনি মন্তব্য করেন।

গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনার কারণে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে ময়মনসিংহ শহরে এক ২৫ বছর বয়সী হিন্দু শ্রমিককে জনতা পিটিয়ে হত্যা করে।