বাংলাদেশের কেরানিগঞ্জের একটি মাদ্রাসায় আজ বোমা বিস্ফোরণে ১ জন মহিলা ও ২ জন শিশু সহ অন্তত ৪ জন আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজন মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ এলাকাটি কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে। প্রাথমিক তদন্ত চালিয়ে ২৫০ কেজি বিস্ফোরক মিলেছে বলে পুলিশ সূত্রের খবর।
হাসনাবাদের উম্মাল কুয়া আন্তর্জাতিক মাদ্রাসার কাছে আজ দুপুর নাগাদ এই বিস্ফোরণ ঘটে। এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছেন কেরানিগঞ্জ থানার আইসি সাইফুল আলম।