বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। এই নৃশংস হামলায় প্রাণহানি ঘটনায় গভীর শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে এক বার্তায় ইউনুস বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের কড়া সমালোচনা করে। এই ধরনের নারকীয় কাজ কোনোমতেই সমর্থন করে না। বাংলাদেশের বিদেশ মন্ত্রক পৃথক এক বিবৃতিতে জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিরীহ মানুষের প্রাণহানীতে শোক প্রকাশ কোরে এক বার্তায় জানিয়েছে, গোটা বিশ্বের সন্ত্রাসবাদের সঙ্গে কোনোরকম আপোষ করে না তার দেশ।