বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্ট অধ্যাপক মহম্মদ ইউনুস আজ সকালে পেচিং-এ চীনা রাষ্ট্রপতি সি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। চীনের বিখ্যাত গণ ভবনে পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে চীনা লগ্নিকে আমন্ত্রণ জানাতে অধ্যাপক ইউনুস চীনের শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ বার্তালাপে যোগ দেন।
চারদিনের সরকারী সফরে অধ্যাপক ইউনুস ২৬-শে মার্চ চীনে গেছেন। স্হানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, গতকাল সফরের দ্বিতীয় দিনে মুখ্য উপদেষ্টা চীনা বাজারে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশী পণ্যের নিঃশুল্ক ও কোটামুক্ত প্রবেশের সুবিধালাভের বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন। এই সফরে অধ্যাপক ইউনুস তিনটি রাউন্ড টেবিল বৈঠকেও যোগ দেবেন এবং নামকরা চীনা কোম্পানীগুলির উচ্চ পদস্হ আধিকারিক ও ব্যসায়িক মহলের সঙ্গেও মত বিনিময় করবেন।