বাংলাদশের ঢাকার উত্তরা এলাকায় কলেজ ক্যাম্পাসে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন পড়ুয়া। আজ দুপুর ১টা ৬ মিনিট নাগাদ উত্তরা মাইলস্টোন কলেজের উপর বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও অনেকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পাঠানো হয়। জোরকদমে চলছে উদ্ধারকাজ। যদিও বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।
Site Admin | July 21, 2025 4:11 PM
বাংলাদশের ঢাকার উত্তরা এলাকায় কলেজ ক্যাম্পাসে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে।
