মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 4, 2025 9:42 PM

printer

বহু প্রতীক্ষিত এক সিদ্ধান্তে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ২০০৪ সালের ২১-শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড আক্রমণের মামলায় অভিযুক্ত ৩৮ জনকে মুক্তি দেওয়া নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে।

বহু প্রতীক্ষিত এক সিদ্ধান্তে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ২০০৪ সালের ২১-শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড আক্রমণের মামলায় অভিযুক্ত ৩৮ জনকে মুক্তি দেওয়া নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বি এন পি কার্য নির্বাহী চেয়ারম্যান তারেক রেহেমানও রয়েছেন। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিয়ে চলতি তর্ক-বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্ত বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ সরকারের আবেদন খারিজ করে দিয়ে বলেন, মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত জবানবন্দি গ্রহণযোগ্য নয়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নতুন করে তদন্ত শুরু করার বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাও সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেছে।

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামি লিগের মিছিল লক্ষ্য করে চালানো ওই গ্রেনেড হামলায়  কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল। শতাধিক আহতদের মধ্যে ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ২০১৮ সালে শুরু হওয়া প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন অভিযুক্তের মৃত্যুদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছিল।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।