বলিউডের প্রবাদ-প্রতীম অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বেশকিছু দিন ধরে তিনি অসুস্হ ছিলেন। ক্রমশই, অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। শোলে, চুপকে চুপকে, ফুল অর পাত্থর, ইয়াদোকি বরাত, ড্রিম গার্লের – মতো অসংখ্য বাণিজ্য সফল হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হলো।
শোলের বীরু চরিত্রে তার অসামান্য অভিনয় সিনেমা প্রেমীদের চিরদিন মনে থাকবে।
তাঁর অভিনীত সিনেমাগুলির অনবদ্য গান আজও মানুষের মুখেমুখে ফেরে।
১৯৬০ সালে দিল ভি তেরা – হামভি-তেরে সিনেমায় প্রথম অভিনয়। ৬০ বছরের বেশি সময় চলচ্চিত্র জীবনে তিনি ৩-শোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ২০০৪ থেকে ৯ পর্যন্ত তিনি বিকানির লোকসভা কেন্দ্রে বিজেপি-র সাংসদ ছিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেছেন , প্রবীণ অভিনেতা প্রাক্তন সাংসদের মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী বলেছেন ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় সিনেমা জগতে এক যুগের অবসান হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোক ব্যক্ত করেছে ।