November 15, 2025 4:40 PM

printer

বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত

বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সম্প্রতি তাঁর অস্ত্রপচার হয়েছিল। মেয়ে দামিনী বসু আজ এই মৃত্যু সংবাদ সমাজমাধ্যমে জানিয়েছেন। গতকাল রাত বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়। আজ নিমতলা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঞ্চ এবং বড় পর্দা দু ক্ষেত্রেই সাবলীল অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী, ভদ্রা বসু সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে অভিনয় করেছেন। ‘বেলা’ই তাঁর অভিনীত শেষ ছবি। একাধিক জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে গওহরজান অন্যতম। সিনেমা ও নাট্য জগতের বহু অভিনেতা-অভিনেত্রী তাঁর প্রয়াণে সমাজমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।