মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 24, 2025 4:52 PM

printer

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেয়াদ বৃদ্ধি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেয়াদ বৃদ্ধি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রার পদে ড. সুজিত চৌধুরীর আরও দু’বছরের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহেশ্বর বাউড়ি। তাতে রেজিস্ট্রার পদ থেকে সুজিতকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকাকে বাতিল করার কথা বলা হয়। এবং রেজিস্ট্রার পদে অ্যাক্টিং রেজিস্ট্রারকে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানানো হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, এ বছরের ২ সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তর রেজিস্ট্রার পদে সুজিতের মেয়াদ আরও দুবছর বাড়ানোর নির্দেশ দেয়। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে রেজিস্ট্রার পদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা নিয়ে ২০১৮ সালের ৩০ আগস্ট একটি নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা দপ্তর। তার ভিত্তিতেই রেজিস্ট্রার পদে সুজিতের মেয়াদ বাড়ে। এই নির্দেশ জারির আগেই তিনি অবসর নেন। নির্দেশ পাওয়ার পর ৯ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগ দেন।

যদিও তাঁর রেজিস্ট্রার পদে যোগ দেওয়াকে মেনে নেননি উপাচার্য শঙ্কর কুমার নাথ।

এনিয়ে বিস্তর টানাপোড়েন হয়। জোর করে অফিসে ঢুকেছেন বলে বর্ধমান থানায় নিজে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। পাল্টা সরকারি নির্দেশ অমান্য করে তাঁকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে বলে বর্ধমান থানায় অভিযোগ জানান রেজিস্ট্রার।