মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 14, 2025 11:10 AM

printer

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৭৮তম কান্ চলচ্চিত্র উৎসব

ফ্রেঞ্চ রিভিয়েরাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে, মর্যাদাপূর্ণ ৭৮তম কান্ চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, তারকা অভিনেতা-অভিনেত্রী ও চলচ্চিত্র প্রেমীদের সমাবেশে এই উৎসব চলবে ১২ দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট প্রবীণ মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক রবার্ট ডি’ নিরো, সাম্মানিক Palme d’Or এ ভূষিত হন।

Amelie Bonnin এর তৈরি Leave One Day-র প্রিমিয়ার প্রদর্শনী দিয়ে উৎসবের সূচনা হয়।

বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে ভারত এবছর কান উৎসবে নিজের উজ্জ্বল উপস্হিতি আরও একবার তুলে ধরতে চলেছে।

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের তৈরি অরণ্যের দিনরাত্রি কান উৎসবে দ্রুপদী বিভাগে প্রদর্শিত হবে। পরিচালক নীরজ ঘেওয়ানের দ্বিতীয় ছবি হোম বাউন্ড এই উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। পরিচালক হিসেবে অভিনেতা, অনুপম খেরের প্রথম ছবি তানভি দ্যা গ্রেট-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই চলচ্চিত্র উৎসবে।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তৈরি আ ডল মেড আপ অফ ক্লে – কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।