মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2024 8:35 AM

printer

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি।

তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়। ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জী এবং ভূমি পেন্ডকার, অনুষ্ঠান পরিচালনা করবেন। আকাশবানীর সঙ্গে কান্ত সাক্ষাতকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রসার ভারতীর ওটিটির সূচনা হবে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।

এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। সেদেশের সংস্কৃতিকে তুলে ধরতে দ্যা জান্নাওয়ি ড্যান্স ক্ল্যান একটি অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও পরিবেশিত হবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে, পাঞ্জিমে মাইকেল গ্রেসির প্রথম সিনেমা বেটার ম্যান দিয়ে রেড কার্পেট প্রিমিয়ারের সূচনা হবে। দুপুর দুটোয় এই ছবি দেখানো হবে। বিশিষ্ট ব্রিটিশ পপ স্টার রবি উইলিয়ামসের জীবনের ওপর চলচ্চিত্রায়িত হয়েছে এই ছবি। এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠানটি সাইন ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করা হবে যাতে সকলের কাছে তা পৌঁছে যেতে পারে। সবকা মনোরঞ্জনের লক্ষ্যেই এই উদ্যোগ।