বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্যপদ অভিযানের সূচনা করেছেন। সেখানে তিনি তাঁর দলীয় সদস্যপদের নতুন সংশাপত্র গ্রহণ করেন। শ্রী মোদী বলেন, বিজেপি হল একমাত্র রাজনৈতিক দল যারা গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করে থাকে এবং জনগনের আশা আকাঙ্খা পূরণে নিবেদিত। ভারতীয় জন সঙ্ঘ থেকে এখনো পর্যন্ত দল নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরী করতে সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়ে এসেছে। এক সময় সীমান্তবর্তী জেলাগুলিতে দেশের শেষ গ্রাম বলা হতো। বিজেপি সরকার, সেই নেতিবাচক মনোভাবকে দূরে সরিয়ে সীমান্তের গ্রামকে দেশের প্রথম গ্রাম হিসেবে চিহ্নিত করেছে। সদস্যপদ অভিযানের জন্য বিশেষ ইউনিট খোলার বিষয়ে তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, বিজেপি হল একমাত্র দল যারা ভারতীয় সংবিধানের মূল্যবোধ অনুযায়ী কাজ করে থাকে। দেশের প্রধান সেবক হিসেবে শ্রী মোদী দলের সমস্ত কর্মীর কাছে এক অনুপ্রেরণা স্বরূপ। যখনই দলের তাঁকে প্রয়োজন হয়েছে, তখনই শ্রী মোদী তাঁর ব্যস্ত জীবনযাত্রার মধ্যে থেকে সময় বের করেছেন এবং সংগঠনকে সময় দিয়েছেন।
দলের অন্য বরিষ্ঠ নেতা অমিত শাহ বলেন, বিজেপি শুধু বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল নয়, অন্যতম গণতান্ত্রিক দল এটি। অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে সদস্যপদ অভিযান পরিচালনা করা হয়ে থাকে বলে তিনি জানান। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা বিজেপির লক্ষ্য বলেও স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
দলের নেতা রাজনাথ সিং বলেন, কর্মীদের উচিৎ তাঁদের প্রতিশ্রুতিকে কাজে পরিবর্তন করা। এ জন্যই বিশ্বের মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল হয়ে উঠেছে বিজেপি।