বন্যা বিধ্বস্ত পাঞ্জাব, জম্মু-কাশ্মীর এবং হিমাচলপ্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। এই তিন রাজ্যেই অবশ্য়ই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী আজও বিভিন্ন স্থান থেকে ৫৪১ জন বন্যা দুর্গতদের উদ্ধার করেছে এবং ১০ টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র এয়ার ট্রপ করেছে। জম্মু-কাশ্মীর ও হিমাচলপ্রদেশে ভূমি ধ্বসে বিধস্ত এলাকাগুলিকে আজ বড় ধরনের উদ্ধার কার্য চালিয়েছে। বিমান বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বন্যা ও ভূমি ধ্বসে বিধ্বস্ত তিনটি রাজ্যেই বিমান বাহিনী ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। ভার্মোর ও চাম্বা সেক্টারে দুর্গতদের উদ্ধার এবং কুলু ও কিস্তোয়ারে ১০ হাজার কেজিরও বেশি প্রয়োজনীয় সামগ্রী বিমান থেকে দুর্গতদের জন্য ফেলা হয়েছে। ত্রাণ ও উদ্ধারের কাজের জন্য বিমান বাহিনীর ৩৫ জন কর্মী চারটি হেলিকপ্টারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে।
Site Admin | September 7, 2025 9:16 PM
বন্যা বিধ্বস্ত পাঞ্জাব, জম্মু-কাশ্মীর এবং হিমাচলপ্রদেশে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে
