জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার ১৫০ তম বার্ষিকী উপলক্ষে আজ লোকসভায় একটি বিশেষ আলোচনা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় আজকের আলোচনা অনুষ্ঠানের সূচনা করেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এজন্য দশ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে, দিনব্যাপী আলোচনা শুরু হবে দুপুর বারোটায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ৮ তারিখ বন্দে মাতরমের ওপর আলোচনা এবং ৯ ডিসেম্বর নির্বাচনী সংস্কারের ওপর বিতর্ক অনুষ্ঠিত হবে।