বছর শেষে কলকাতার পারদ আরও নিম্নমুখী। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ১১° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দুই দশমিক আট (২.৮) ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে এ মরশুমে যা এখনো পর্যন্ত সব থেকে কম।
এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
চলতি মরশুমের বছর শেষের দিন আজ বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। হাড় হিম করা শীতের দাপটে জবুথবু জেলা বাসী। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর জলাধার, বিহারীনাথ সহ পর্যটকদের ভিড় বেড়েছে মন্দিরনগরী বিষ্ণুপুরে।।