January 1, 2026 12:12 PM

printer

বছরের প্রথম দিনও শীতের দাপট অব্যাহত। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ২.৬ ডিগ্রি কম।

বছরের প্রথম দিনও শীতের দাপট অব্যাহত। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ২.৬ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে পাঁচ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে রাত্রিকালী  ন্যূনতম তাপমাত্রা আগামী ২-৩ দিনে কিছুটা বাড়তে পারে। আগামী কয়েক দিন রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এদিকে, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পাঁচের ঘরে। এর জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ভোরের দিকে থাকছে কুয়াশাও।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর হরমান বিশ্বাস জানিয়েছে।