বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ধীরে ধীরে তা আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এটি এখন ওড়িশার সম্বলপুরের কাছে অবস্থান করছে । ক্রমশ তা উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে ।এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আজ থেকে উত্তরবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।
এদিকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।