মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2025 9:54 PM

printer

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থান করছে।

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী দুদিন, গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরাবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতাতেও, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

 উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার দোসরা আগস্ট থেকে বুধবার ৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জলমগ্ন ও কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন