June 28, 2025 1:17 PM

printer

বকেয়া মহার্ঘ ভাতা না মেটানো-এ সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দাখিল করবে বলে জানিয়েছে

বকেয়া মহার্ঘ ভাতার ২৫% মেটানো নিয়ে সুপ্রিম কোর্ট ৬ সপ্তাহ সময় বেঁধে দিলেও তা কার্যকর না করায় সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’,  রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দাখিল করবে বলে জানিয়েছে। সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করার জন্যে সংগঠনের তরফে মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে। অন্তর্বর্তী নির্দেশের চার সপ্তাহের মধ্যে রাজ্য কেন তাদের বক্তব্য জানালো না, সেই প্রশ্নও তোলা হয়েছে।   

উল্লেখ্য, সরকারী কর্মীদের বকেয়া ২৫% DA মেটানোর জন্য শীর্ষ আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে অন্ততঃ আরও ছ’মাস সময় চেয়ে, রাজ্য গতকাল সুপ্রিম কোর্টে  ‘স্পেশাল লিভ পিটিশন’ দায়ের করেছে। আবেদনে জানানো হয়েছে, বর্তমানে রাজ্য আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই বকেয়া DA-র ২৫% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।