বকেয়া মহার্ঘ্যভাতা না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্হ হয়েছে রাজ্য সরকারী কর্মচারিদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়ীজ। মামলাকারিদের বক্তব্য বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে শীর্ষ আদালতে দেওয়া সময়সীমা শেষ হয়েছে। কিন্তু এখনও ডিএ মেলেনি।
এদিকে, বকেয়া ডিএ-র দাবিতে আগামীকাল রাজ্য সরকারী কর্মচারীরা দুপুর ২-টো থেকে চারটে পর্যন্ত ২ ঘণ্টা পেনডাউন কর্মসূচী পালন করবে। আগামী ৯-ই জুলাই ধর্মঘটেরও ডাক দিয়েছে তারা।