ফ্রান্স তিরিশটি যুদ্ধ বিমান ও দু হাজার জন নাবিক পরিবাহী একটি নতুন জাহাজ নির্মাণ করবে। ২০৩৮ সালের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে। এটি ২০০১ এর পুরনো চার্লস ডি গল নামক বিমানবাহী জাহাজের জায়গা নেবে। এই নতুন জাহাজ পরমাণু শক্তি সম্পন্ন ও ফরাসি রাফালে যুদ্ধ বিমান পরিবহন উপযোগী।
Site Admin | December 22, 2025 1:11 PM
ফ্রান্স তিরিশটি যুদ্ধ বিমান ও দু হাজার জন নাবিক পরিবাহী একটি নতুন জাহাজ নির্মাণ করবে