ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকরনুকে নিয়োগ করেছেন। জনগণের প্রত্যাখাত কৃচ্ছ্রসাধন নীতি নিয়ে সংসদের আস্হা ভোটে হেরে যাওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ফ্রাঁসোয়া মাত্র ৯ মাস সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান। গত ২ বছরে
ম্যাক্রোঁ-র পঞ্চম প্রধানমন্ত্রী বলেন, লেকরনু। তিনি তিন বছর ধরে সশস্ত্র সেনাবাহিনীর মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন।