মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 10:27 AM

printer

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রয়াত লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে পাওয়া লক্ষ লক্ষ ইউরোর অবৈধ তহবিলের  সম্পর্কিত এই মামলায় ২০০৭ সালের নির্বাচনে প্রচার চালানোর সময়  গাদ্দাফির তহবিল ব্যবহার করায় সারকোজি অভিযুক্ত ছিলেন। ফ্রান্সের সরকার পক্ষের অভিযোগ, সারকোজি পশ্চিমী দেশগুলির কাছে গাদ্দাফির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য  সাহায্যর প্রতিশ্রুতি দেন। প্যারিসের ওই আদালত অবশ্য তাকে অন্যান্য সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়েছে।