October 16, 2025 10:27 AM

printer

ফুটবলে তিরিশ তম বরিষ্ঠ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ- রাজমাতা জিজাবাঈ ট্রফিতে পশ্চিমবঙ্গকে ১-০ গোলে পরাজিত করেছে মণিপুর।

ফুটবলে তিরিশ তম বরিষ্ঠ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ- রাজমাতা জিজাবাঈ ট্রফিতে পশ্চিমবঙ্গকে ১-০ গোলে পরাজিত করেছে মণিপুর। ছত্তিশগড়ের নারাইনপুরে রামকৃষ্ণ মিশন গ্রাউন্ডে গতকাল ছিল ফাইনাল খেলা। জয়ের মাধ্যমে মণিপুর ২৩ বারের জন্য এই খেতাব জিতে রেকর্ড তৈরি করেছে। খেলার ৯৩ তম মিনিটে মণিপুরের লিন্ডা কম সের্তো জয়সূচক গোলটি করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।