ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়ং। নয় লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এই ঝড়ে। ফিলিপিন্সের অরোরা অঞ্চলে এই ঝড় ঘন্টায় ১৮৫ কিমি বেগে বইছে। ওই দেশের আবহাওয়া পরিষেবা সংস্থার পক্ষ থেকে বিধ্বংসী ঝড় ও বিপদজনক বন্যার সতর্কতা জানিয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০০ এর বেশি বিমান বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে একাধিক বিমানবন্দর। উদ্ধার ও ত্রাণের কাজ চলছে অরোরা এলাকায়। এরপর উত্তর দিকে এগোবে এই ঝড়।
Site Admin | November 10, 2025 10:05 AM
ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়ং। নয় লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।