ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়র পাঁচ দিনের সফরে আগামীকাল বিকেলে নতুন দিল্লি পৌঁছবেন। তাঁর সঙ্গে শিল্পপতিরা ছাড়াও থাকবেন ফার্স্ট লেডি লুইস আরানেটা মার্কোস , মন্ত্রিসভার একাধিক সদস্য , অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ফিলিপিন্সের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম ভারত সফর।
এই সফরে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি মার্কোসের দ্বিপাক্ষিক আলোচনা করার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও তিনি দেখা করবেন। বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করেরও রাষ্ট্রপতি মার্কোসের সাথে দেখা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি মার্কোস দেশে ফিরে যাওয়ার আগে বেঙ্গালুরুও যাবেন।