ফিলিপিন্সের মিন্দানাওতে আজ সকালে ভূকম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৭ দশমিক ৪। ভূপৃষ্ঠের ৫৮ কিলোমিটার গভীরে ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র, EMSC। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থাপনা, সুনামির পুর্বাভাস দিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে, ফিলিপিন্সের সেবু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ফলে ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।