মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 10, 2024 11:39 AM

printer

ফিনল্যান্ডের ভান্টায় আর্কটিক ওপেন ব্যাডমিন্টনে ভারতের কিরণ জর্জ পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টাল ফাইনালে উঠেছেন।

ফিনল্যান্ডের ভান্টায় আর্কটিক ওপেন ব্যাডমিন্টনে ভারতের কিরণ জর্জ পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টাল ফাইনালে উঠেছেন। তিনি গতকাল তাইওয়ানের ওয়াং জু উই-কে ২৩-২১, ২১-১৮ গেমে হারিয়ে দেন। পরের ম্যাচে কিরণ, এশীয় চ্যাম্পিয়ান জোনাতান ক্রিস্টির মুখোমুখি হবেন।

মহিলাদের সিঙ্গিলসে ভারতের মালবিকা বনসোদ, উন্নতি হুডা এবং আকর্ষি কাশ্যপ শেষ ১৬-এ উঠেছেন। মালবিকা, থাইল্যান্ডের রাতচানোক ইটানন, উন্নতি কানাডার মিশেল লি এবং আকর্ষি চীনের হান ইউ-র মুখোমুখি হবেন।

মিক্সড ডাবলসে সতীশ কুমার করুণাকরণ এবং আদ্যা ভারিয়াত জুটি চীনা জুটির বিরুদ্ধে খেলবেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।