মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 7, 2025 11:19 PM

printer

ফিডে বিশ্বকাপের প্রথম দুই রাউন্ডে চোদ্দ  জন দাবাড়ু পরাজিত  হওয়ার পর, দশজন   ভারতীয় খেলোয়াড় এখন তৃতীয় রাউন্ডে উঠেছেন।

ফিডে বিশ্বকাপের প্রথম দুই রাউন্ডে চোদ্দ  জন দাবাড়ু পরাজিত  হওয়ার পর, দশজন   ভারতীয় খেলোয়াড় এখন তৃতীয় রাউন্ডে উঠেছেন। গোয়ায় তৃতীয়  রাউন্ডের প্রথম খেলায় আজ তারা অংশ নেন।  প্রতিযোগিতায় টিকে থাকা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন ডি. গুকেশ, অর্জুন এরিগাইসি, পেন্টালা হরিকৃষ্ণ, দীপ্তয়ন ঘোষ, কার্তিক ভেঙ্কটরমন, বিদিত গুজরাথি, প্রণব ভি, প্রাণেশ এম, আর. প্রজ্ঞানানন্দা, এসএল নারায়ণন।
হরিকৃষ্ণ  মাত্র আড়াই ঘন্টার মধ্যে বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ড্যানিয়েল দার্ধাকে পরাজিত করেন।, অন্যদিকে, অর্জুন এরিগাইসি চমকপ্রদ  খেলা প্রদর্শন করে শামসিদ্দিন ভোখিদভকে পরাজিত করেছেন।
চতুর্থ রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য আগামীকাল  ভারতীয় দাবারুদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে।
  টাইব্রেক ম্যাচ জিতে গতকাল তৃতীয়  রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করার পর  প্রজ্ঞানানন্দা এবং বিদিত গুজরাথি আজ  তাদের প্রতিপক্ষের সঙ্গে  পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেন।শীর্ষ বাছাই ডি. গুকেশও ফ্রেডেরিক সোভেনের বিরুদ্ধে তার খেলা শেষ করেছেন।