ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রাবুকা আজ নতুন দিল্লিতে ভারতের UIDAI কর্তৃপক্ষের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। ইউআইডিএআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাবুকাকে আধার এবং ডিজিলকার উদ্যোগ সম্পর্কে জানান।
অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়নে এই ডিজিটাল উদ্যোগগুলির ভূমিকা তুলে ধরেন তারা। ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রাবুকা এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দলটি আধার তালিকাভুক্তি প্রক্রিয়ার প্রদর্শনীও প্রত্যক্ষ করেন। ফিজির প্রধানমন্ত্রীর এই সফর ডিজিটাল প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত এবং ফিজির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন ঘটাবে বলে পর্যবেক্ষক মহল মনে করছে।