মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 6, 2025 10:43 AM

printer

ফরাসী ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলস এ শীর্ষ বাছাই সাবলেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কোকো গউফ ফাইনালে পৌঁছেছেন।

ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলস এ শীর্ষ বাছাই সাবলেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কোকো গউফ ফাইনালে পৌঁছেছেন।

 গতকাল প্যারিসে আরিয়ানা সাবালেঙ্কা পোল্যান্ডের প্রতিপক্ষ ইগা সুইয়াতেকের বিরুদ্ধে তিন সেটের ম্যাচে ৭-৬,৪-৬,৬-০ পয়েন্টে জয়ী হয়েছেন, অপরম্যাচে, আমেরিকার কোকো গউফ ফ্রান্সের লুইস বইসনের বিরুদ্ধে ২ সেটের ম্যাচে ৬-১,৬-২ পয়েন্টে জিতেছেন। 
 
আজ পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ইটালির লরেঞ্জ মুসেত্তির মুখোমুখি হবেন এবং দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ শীর্ষ বাছাই ইটালির জ্যানিক সিনার এর বিরুদ্ধে নামবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।