মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 10:50 AM

printer

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্স, প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে সরকারি ভাবে স্বীকৃতি দেবে।

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্স, প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে সরকারি ভাবে স্বীকৃতি দেবে। মধ্যপ্রাচ্যে ন্যায় ও শান্তির প্রতি দায়বদ্ধতা থেকেই ফ্রান্সের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে, সাধারণ মানুষদের পরিত্রাণই এই মুহূর্তের আশু কর্তব্য।

গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি সেখানে অতিদ্রুত যুদ্ধবিরতি ঘোষণা, যুদ্ধবন্দীদের মুক্তি ও মানবিক ত্রাণ পৌঁছনোর কথা বলেন তিনি। ইতমধ্যে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, হামাস ও অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যকলাপ থেকে উদ্ভুত বিপদকে অগ্রাহ্য করে এই বক্তব্য রেখেছে ফ্রান্স। এখনও অব্দি প্যালেস্তাইন, রাষ্ট্রসংঘের ১৯৩ টি সদস্য দেশের মধ্যে ১৪০ টিরও বেশি দেশের স্বীকৃতি পেয়েছে।