January 21, 2026 12:38 PM

printer

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জরুরি ভিত্তিতে জি-৭ গোষ্ঠীর যে বৈঠক ডেকেছেন, তাতে যোগ দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জরুরি ভিত্তিতে জি-৭ গোষ্ঠীর যে বৈঠক ডেকেছেন, তাতে যোগ দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাষ্ট্রপতি হিসাবে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ হওয়ায় আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের নেতৃত্ব তাঁর নিজের দেশেই শেষের মুখে দাঁড়িয়ে। তাই এই বৈঠকে তিনি যোগ দেবেন না।

উল্লেখ্য, ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া এবং রাশিয়া নিয়ে আলোচনার জন্য জি-৭ এর জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানিয়েছেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ইউরোপের দেশগুলির পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর মার্কিন সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন তিনি। পালটা, দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চ থেকে ন্যাটোর ভূমিকার সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।