পয়লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। পান মশলার উপর কার্যকর হবে নতুন সেস। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। তামাক এবং পানমশলার উপর নতুন এই শুল্ক, পণ্য ও পরিষেবা কর- জিএসটি হারের অতিরিক্ত এবং বর্তমান কম্পেন্সেশন সেসের পরিবর্তে তা কার্যকর হবে।
পয়লা ফেব্রুয়ারি থেকে, পান মশলা, সিগারেট, তামাক জাতীয় পন্যের ওপর ৪০ শতাংশ এবং বিড়ির ওপর ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর জিএসটি ধার্য হবে। এছাড়াও পান মশলার ওপর স্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা সেস, এবং তামাক ও এই জাতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এসংক্রান্ত দুটি বিল অনুমোদন করে সংসদ।