পড়ুয়াদের নিরাপত্তা আরও বাড়াতে CBSE, তার অনুমোদিত স্কুলগুলিতে অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং সহ উচ্চ-ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে। নতুন নিয়ম অনুসারে, শৌচালয় বাদে স্কুলে প্রবেশ ও বেরোনোর পথে, করিডোর, সিঁড়ি, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্যান্টিন, খেলার মাঠ এবং ছাত্রছাত্রীদের ব্যবহৃত অন্যান্য স্থানগুলিতে এই ক্যামেরা লাগানো হবে। এর মধ্যে ন্যূনতম ১৫ দিনের রেকর্ডিং সংরক্ষিত থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে CBSE, ২০১৮-র একটি বিধি সংশোধনের কথা ঘোষণা করে।
Site Admin | July 22, 2025 1:20 PM
পড়ুয়াদের নিরাপত্তা বাড়াতে CBSEস্কুলগুলিতে অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং সহ সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে
