প্রয়াগরাজের কাছে বায়ু সেনার বাম্রাউলি ঘাঁটি থেকে নিয়মিত উড়ানের সময় বিমান বাহিনীর একটি ছোট উড়ান আজ একটি পুকুরে অবতরণ করতে বাধ্য হয়। ২ চালকই প্যারাসুট নিয়ে লাফিয়ে নিরাপদে পুকুরে নেমে পড়েন। তাঁরা অবশ্য অক্ষত রয়েছেন। ক্ষয় ক্ষতির ও কোন খবর নেই।
এই ঘটনা সম্পর্কে বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।